Untitled-1
Osama Adnan

Osama Adnan

পার্সপেক্টিভ ফর জাজমেন্ট

যেকোনো কাজ অথবা ঘটনা মূল্যায়ন করার নানা পার্স্পেক্টিভ থাকতে পারে। একই শিরোনামের কাজ একেক জায়গাতে, একেক প্রেক্ষাপটে একেক রকমভাবে করা হয়। এই সবগুলো ধরনকে একটা প্যারামিটার দিয়ে মেপে মূল্যায়ন করতে চাইলে এটা অবশ্যই ভুল হবে।

ইসলামপুরের একজন কাপড়ের ব্যবসায়ীর বিজনেস স্ট্র‍্যাটেজি, কাস্টমার ম্যানেজমেন্ট আর একটা ফিনটেক কোম্পানির বিজনেস স্ট্র‍্যাটেজি কখনোই এক হবে না। এখন কেউ যদি মনে করে যেসব স্ট্র‍্যাটেজি ফলো করে একটা ফিনটেক ইউনিকর্ন কোম্পানি হয়েছে, ইসলামপুরের কোনো ব্যবসায়ী যদি ঠিক এই স্ট্র্যাটেজিগুলা ফলো করে সেও ইউনিকর্ন কোম্পানি হতে পারবে। এই লোককে আপনি তখন এক শব্দে ডিফাইন করে দিবেন। বোকা…

কিন্তু ম্যাক্রো লেভেলে বিষয়গুলো খেয়াল থাকলেও মাইক্রো লেভেলে গেলে আমরা এই ফ্রেমওয়ার্কটাকে ভুলে গিয়ে কোনো একটা বিষয়কে জাজ করে বসি। এক কাজের প্যারামিটার দিয়ে অন্য কাজকে মাপি; বরং মাইক্রো লেভেলেও প্রতিটা ডিস্টিংকশন মাথায় রেখেই সেই অনুযায়ী মতামত দেওয়া প্রয়োজন।

Share this post

আরও পড়ুন...

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে যাকাত যেভাবে বণ্টন করা হয় – ইসলামিক সৌশাল ফাইন্যান্স কেইস স্টাডি ২

আমরা যখন যাকাত নিয়ে কথা বলি, তখন আমাদের মনে প্রথমেই আসে ধর্মীয় দায়িত্ব। প্রতিবছর কিছু অর্থ দান করি, গরীব-দুঃখীদের সাহায্য করি—ব্যস, কাজ শেষ। কিন্তু মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্য যাকাতের পুরো বিষয়টাকেই ম্যানেজ করছে ভিন্নভাবে। সেখানে যাকাত মানে একটা সম্ভাবনার শুরু। সেখানে যাকাত মানে সহানুভূতির পাশাপাশি পরিকল্পনা। আর এর পেছনে যে প্রতিষ্ঠানটা

Read More »

ডমপেট দুআফার ওয়াকফ ম্যানেজমেন্ট – ইসলামিক সৌশাল ফাইন্যান্স কেইস স্টাডি ১

আমরা যখন ওয়াকফের কথা ভাবি, তখন হয়তো শত বছর আগে তৈরি কোনো মসজিদ বা মাদ্রাসার ছবি আমাদের চোখে ভেসে ওঠে। কিন্তু ইন্দোনেশিয়ার ইসলামী দাতব্য সংস্থা ডমপেট দুআফা (Dompet Dhuafa) এই ধারনাটিকে আধুনিক রূপ দিয়ে বাস্তবে মানুষের জীবন বদলে দিচ্ছে—আর তাদের কাজগুলো সত্যিই অনুপ্রেরণামূলক। ওয়াকফ কী? সহজভাবে বললে, ওয়াকফ হলো ইসলামী

Read More »
Scroll to Top