Untitled-1
Osama Adnan

Osama Adnan

প্যাশন এবং স্টার্টাপ

অনেকে মনে করেন বিজনেস, স্টার্টাপ, অন্ট্রাপ্রেনিউয়ারশিপ এসবের জন্যে প্যাশন থাকতে হবে এটা জরুরি না। এসব ভক্কর-চক্কর আলাপ। আবার কেউ কেউ প্যাশনকেই সবথেকে ভাইটাল জিনিস মনে করেন।

সাধারণত অনেক ক্ষেত্রেই কেউ যখন ট্রাডিশনাল প্যাটার্ণে বিজনেস শুরু করে, তার কাছে মোটামুটি অভিয়াস একটা প্রফিট মডেল থাকে। সে জানে কখন কীভাবে কী করলে তার কত টাকা প্রফিট হবে। তাই এখানে প্রফিট মেকিং এর জন্যে বারবার স্টেপ নেওয়া, ধৈর্যের সাথে লেগে থাকার প্রয়োজনীয়তাটা এক্ষেত্রে কম থাকে। এজন্যে আপনি আপনার আশাপাশে এমন অনেক সাকসেস্ফুল বিজনেস দেখবেন, যেখানে মালিক বা মালিকরা তাদের বিজনেসের ব্যাপারে খুব বেশি প্যাশনেট না থাকার পরেও বিজনেসকে স্টাব্লিশ করে ফেলেছেন।

এবার কোনো একটা স্টার্টাপের কথা চিন্তা করুন। আইডিয়াটা একেবারেই নতুন। বিজনেস আইডিয়ার ফিজিবিলিটি টেস্টেও রেজাল্ট পজিটিভ। কিন্তু সমস্যা হলো, এজাতীয় সার্ভিস বা প্রোডাক্টের সাথে মানুষ পরিচিত না। আপনি জানেন মানুষ এই প্রোডাক্ট/সার্ভিসের সাথে অভ্যস্ত হবেই। কিন্তু এটা জানেন না ঠিক কত সময় লাগবে। ফাইন্যান্সিয়াল প্লান, প্রফিট মডেল ডিজাইন করা থাকলেও কবে কখন কীভাবে কোম্পানির ফাইন্যান্সিয়াল গোল এচিভ হবে, এটা অনিশ্চিত। এমন অনিশ্চিত একটা যাত্রায় ঠিক কিসের জন্যে আপনি দিনের পর দিন আপনার অপারেশন চালিয়ে যাবেন!

সাধারণত এই ধরণের কটেক্সটেই প্যাশনটা ম্যাটার হয়ে দাঁড়ায়। কোনো কাজের প্রতি যদি আপনার ইন্ট্রিঞ্জিক মটিভেশন না থাকে সেক্ষেত্রে ধৈর্যের সাথে পরে থাকা সম্ভব নয়। বর্তমান সময়ের অধিকাংশ সফল বিজনেস, যারা শুরুতে ইনোভেটিভ আইডিয়া নিয়ে তাদের বিজনেস শুরু করেছিলো, লক্ষ্য করলে দেখবেন তাদের অধিকাংশেরই বিজনেসে রেভিনিউ জেনারেট করতে বড় একটা সময় চলে গিয়েছে। পুরো সময়টায় তারা কন্সিস্টেন্টলি এফোর্ট দিতে পেরেছেন প্যাশন থাকার জন্যেই।

মূল বিষয় হচ্ছে অল্পতেই হাল না ছেড়ে দেওয়া, কন্সিস্টেন্সি ধরে রাখা। প্যাশন এর জন্যে অনেক বড় সহায়ক। কেউ যদি প্যাশনের পরিবর্তে অন্য কিছুর মাধ্যমে এটা ধরে রাখতে পারে, তার জন্যে হয়তো প্যাশন গুরত্বপূর্ণ না।

*** প্যাশনের বিষয়টা শুধু বিজনেসের ক্ষেত্রেই না, বরং যে কোনো কিছু অর্জনের জন্যেই প্যাশনেট হলে সেটা অর্জন করার জন্যে কন্টিনিউয়াস এফোর্ট দেওয়া সহজ হয়। কিন্তু সব সময়ে সব কিছু অর্জনে প্যাশনেট হতেই হবে এটা গুরত্বপূর্ণ না, যদি প্যাশনের বিকল্প অন্য কিছু থাকে। প্যাশন খুঁজে পাচ্ছি না, তাই কিছু শুরুও করছি না, অথবা প্যাশন ছাড়া কোনো কিছু শুরু করাই যাবে না। বিষয়টি কখনোই এমন নয়।

Share this post

আরও পড়ুন...

Scroll to Top