কোন কাজ / ঘটনা / জার্নির পূর্বে আমরা সেটার ব্যাপারে কেমন পারসেপশন তৈরি করছি এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আগে থেকেই ধরে রাখি এই কাজটা অনেক কঠিন, আমার পক্ষে সম্ভব না। তাহলে কাজটা বাস্তবতার চাইতেও কঠিন মনে হবে এবং এফোর্ট দিতে যথেষ্ট কনফিডেন্স আসবে না।
যদি ধরে রাখি এখানের অমুক লোক খারাপ, অমুক জিনিস ন্যাগেটিভ। এরপর কাজ শুরু হলে প্রতিটা পদে পদে আমরা টিউনিং করি। গাছের পাতা নড়তেসে বাতাসে, বাট আমাদের মনে হবে অমুক লোক এদিক দিয়ে হেটে গেসে তাই পাতা নড়তেসে। মনে আসে “ওই যে আগেই তো ভাবসিলাম এমন।” অথচ একটু ভাবলেই দেখা যাবে, এখানে স্ট্রং কোনো র্যাশনালই নাই। বাট স্টিল জিনিসগুলা প্যারা দিবে। কখনো কখনো এমন প্র্যাক্টিস টক্সিক সিচুয়েশনও ক্রিয়েট করে ফেলে।
আর যদি এমন পারসেপশন থাকে, কাজটা এত কঠিন না অথবা কাজটা যতোই কঠিন হোক ইনশা আল্লাহ আমি পারবো। পর্যাপ্ত প্রস্তুতি ও তাওয়াক্কুল থাকে। এটা পুরো জার্নি শেষ হওয়া পর্যন্ত মানসিকভাবে শক্তি যোগাবে এবং কাজের সফলতার ক্ষেত্রে এটা উল্লেখযোগ্য ভাবে ভূমিকা রাখবে।