ওয়ার্ল্ডওয়াইড মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামগুলোর ইন্টারেস্ট রেট কমার্শিয়াল ব্যাংকের ইন্টারেস্ট রেট থেকে অনেক বেশি হয়। গ্রামীনের ইন্টারেস্ট রেট ২০%। ব্র্যাকের সম্ভবত ২৫%। ইন্টারন্যাশনালি কারও কারও এর থেকেও বেশি ইন্টারেস্ট রেট আছে।
হায়ার ইন্টারেস্টের পেছনে অন্যতম যুক্তি হচ্ছে হায়ার রিস্ক আর অপেরেটিং এক্সপেন্স। যদিও কনভেনশনাল মাইক্রোফাইন্যান্সের রিকভারি রেট যে একেবারে মন্দ- এটা বলার সুযোগ নাই।
অন্যদিকে ইসলামিক মাইক্রোফাইন্যান্সের (ইন্টারেস্ট ফ্রি, কার্যে হাসানাহ/মুদারাবা/মুশারাকা ভিত্তিক) কিছু কেস শেয়ার করি। এক্ষেত্রে অনন্য এক দৃষ্টান্ত হচ্ছে পাকিস্তানের আখুউয়াত ফাউন্ডেশন। সাম্প্রতিক রিপোর্টে তাদের রিকভারি রেট ৯৯.৯১% এবং এটা সাধারণত ৯৯.৯০% এর উপরে থাকে। আমাদের দেশে ইসলামি ব্যাংক বাংলাদেশের “রুরাল ডেভেলপমেন্ট স্কিম” এর রিকভারি রেট ৯৮%।
এদের কারও কাজের পরিধিই ছোট না। RDS-IBBL এর সদস্য সংখ্যা ১৫ লাখেরও বেশি। সেপ্টেম্বর মাসের রিপোর্টে আখুউয়াতের একটিভ লোন প্রায় ৬ লাখ।