Untitled-1
Osama Adnan

Osama Adnan

উচ্চশিক্ষা: এক্সেপ্টেশন ভার্সেস রিয়েলিটি – শেষ পর্ব

দুনিয়াতে ড্রপআউট দুই ধরণের। এক ধরণ হচ্ছে যারা এডুকেশন সিস্টেমের সাথে তাল মেলাতে পারেনা। আরেক ধরণ হচ্ছে যাদের সাথে এডুকেশন সিস্টেম তাল মেলাতে পারেনা। এডুকেশন সিস্টেমকে নিক্তি বানিয়ে মানুষকে জাজ করার ফলে অনেকেই এই চিন্তা করে “This system cannot evaluate me” এদের অনেকেই এমন যাদের সাথে এডুকেশন সিস্টেম তাল মেলাতে পারেনা। প্যাশনের প্রতি এদের ফোকাস, ডেডিকেশন থাকে এক্সট্রিম লেভেলের। ফলে এরা সহজেই “উল্লেখযোগ্য” হয়ে উঠেন। এদের অনেকের মাঝেই সামহাউ শিক্ষার ইনভিজিবল বিনিফিটস স্টাব্লিশ থাকে।

সমস্যাটা হচ্ছে এই শ্রেণিটাকে উপস্থাপন করা হয় ওইসব শ্রেণির মানুষের সামনে যারা ইউনিভার্সিটির সাথেই তাল মেলাতে পারছেনা, হিমশিম খাচ্ছে কিংবা কোনোভাবে তাল মিলিয়ে চলছে। এদের অনেকেই এই “সিস্টেম” এর বাহিরে গেলে শিক্ষার ইনভিজিবল বেনিফিট থেকে বঞ্চিত হবে। মূলত আমরা খুবই কনফিউজড। আমরা একই সাথে লোকজনকে অশিক্ষিত বলে গালি দেওয়ার চেষ্টা করি, আবার একইসাথে বলি “এতো পইড়া কী হবে ওমুক তো না পইড়াই এতো এতো টাকা কামাচ্ছে”।

প্রত্যেকেই সেইম স্কেলে কোয়ালিফাইড না। ভিন্নভিন্ন স্কেলে ভিন্নভিন্ন ভাবে মানুষ কোয়ালিফাইড। এসব কন্সিডার না করে গনহারে সবাইকে উচ্চশিক্ষার দিকে ঠেলে দেওয়া মানে একটা প্রজন্মকে মিসগাইড করা। মানুষের বিশেষ কোনো মেধার মূল্যায়ণ না করে শুধুমাত্র একাডেমিক অর্জনের দিকে ফোকাস করে তাকে মূল্যায়ণ করাটা মেধার অবমাননা। কিন্তু এই সমস্যার বিকল্প এই নয় যে এদেরকে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে গনহারে আপনি ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারে পাঠাবেন আর ভেবে বসে থাকবেন এরা প্রত্যেকে পাঁচ বছর পর ইয়ারলি একলাখ ডলার করে কামাবে।

উচ্চশিক্ষা কখন কার জন্যে কীভাবে কেন প্রয়োজনে এই আলোচনা সবার সামনে পরিষ্কার থাকা প্রয়োজন। উচ্চশিক্ষা নেওয়া মানে সুপ্রেরিয়র কিছু না, এটা তখনই প্রতিষ্ঠিত হবে যখন উচ্চশিক্ষার ইনভিজিবল বেনিফিটগুলো ম্যাসিভ হবে অর্থাৎ একাডেমিকভাবে শিক্ষিত আর অশিক্ষিতদের আচরণ, চিন্তার পরিধির মাঝে সিগ্নিফিকেট লেভেলের ফারাক থাকবে না।

Share this post

আরও পড়ুন...

ওয়াকফ: মুসলিম সিভিলাইজেশনের মেরুদণ্ড এবং বাংলাদেশে এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ

কয়েকদিন আগে এক সেমিনারে প্রফ জাসের আউদা ওয়াকফ নিয়ে আলোচনা করেছিলেন। তিনি মনে করেন ওয়াকফ ইসলামি অর্থনীতির অন্যতম প্রিন্সিপাল। ওয়াকফকে শুধুমাত্র ফিলান্থ্রপির জায়গা ব্যাখ্যা না করে তিনি বরং এটাকে মুসলিম সিভিলাইজেশনের মেরুদণ্ড হিসেবে দেখেন। আজহারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্কলারদের স্বাধীনভাবে মতামত দেওয়ার ব্যাপারেও ওয়াকফ কতটা গুরুত্বপূর্ণ সেটাও তুলে ধরেন।.মুসলিম

Read More »

দুনিয়া চলার নীতি

জগৎ-দুনিয়া, সমাজ-রাজনীতি এসবের কিছু ইউনিভার্সাল ল আছে। শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা একাডেমিক বই এগুলো শেখাতে পারে না। ফলে প্রাতিষ্ঠানিক ভাবে কোয়ালিফাইড এমন অনেকেরও এই ইন্টিলিজেন্সে ঘাটতি থাকে। দুইটা ফ্যাক্ট থেকে তৈরি হওয়া পার্সেপশনকে তৃতীয় আরেকটা ফ্যাক্ট বানিয়ে ব্যাখ্যা করে। কারও যখন এই ইন্টিলিজেন্স ছাড়াই ফ্যান বেইজ তৈরি হয়। তখন সে নিজেও অল্পতে

Read More »

দেশে নানান সমস্যা- সমাধান কি বিদেশ?

কেউ যদি মনে করে দেশে নানান সমস্যা। এসব পাল্টানোর মতো হ্যাডম তার নাই। সো, সে বিদেশ চলে যাবে। সিম্পল একটা লাইফ লিড করবে। এটা তার ব্যক্তিগত চিন্তা এবং পরিকল্পনা সে এভাবে ভাবতেই পারে। তবে তার এটা মাথায় রাখা উচিত যে তার হ্যাডম নাই অথবা সে এটেম্প নেয় নাই। অতএব এখানে

Read More »
Scroll to Top