Untitled-1
Osama Adnan

Osama Adnan

ক্যারিয়ার নিয়ে প্রচলিত ভুল বয়ান

সমাজের একটা প্রচলিত বয়ান হচ্ছে ভালো ক্যারিয়ারের জন্য রেজাল্ট যত ভালো রাখা যায়। ক্যারিয়ার মানে চাকরি কেন্দ্রিক ক্যারিয়ার। কিন্তু বাস্তবে যেই সাব্জেক্টগুলোর জন্য টিচিং আর রিসার্চের বাহিরে বাজারে বিশেষ কোনো চাকরি নাই, সেসব সাব্জেক্টে চোখ বুঝে পড়ে ৩.৯/৪ সিজিপিএ তুলে বিশেষ কোনো লাভ নাই। বরং এক্ষেত্রে উচিত হচ্ছে এভাইলেভেল চাকরির জন্য প্রিপারেশনে ফোকাস করা। সাথে ডিসেন্ট একটা রেজাল্ট।

যদি তার সাব্জেক্ট স্পেসিফিক চাকরি বাজারে থাকেও, এরপরেও তার উচিত হবে স্ট্যান্ডার্ড একটা রেজাল্টের পাশাপাশি অন্যান্য কোনো রিলেভ্যান্ট বিষয় থাকলে সেগুলোতে নজর দেওয়া। ফর এক্সাম্পল, বিবিএর পোলাপানের জন্য অন্যতম তাবীজ হচ্ছে কেইস কম্পিটিশন আর ক্লাবিং।

একটা স্টান্ডার্ড রেজাল্ট হচ্ছে বেইজ, এরপরে ক্যারিয়ার গোল এচিভ করার জন্য যত রিকোয়ারমেন্ট সেসব ফুলফিল করা। এখানে ব্যালেন্স করতে পারাটা গুরুত্বপূর্ণ।

মোদ্দাকথা, পরীক্ষায় পাশ করার জন্য সব সাব্জেক্টে পাশ নাম্বার পাওয়া হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এরপর যেই সাব্জেক্টে রেজাল্ট যত ভালো করা যায়। এখন একটায় এ গ্রেড পেতে যেয়ে যদি অন্যটায় ফেইল করে বসতে হয় তাহলে তো মূল ফলাফলেই এটার প্রভাব পরবে।

Share this post

আরও পড়ুন...

Scroll to Top