যে কোনো পরিস্থিতি, সমস্যা অথবা বিষয় বুঝতে হলে সেটার প্রতিটা কম্পোনেন্টকে মাইক্রো লেভেলে বুঝা এবং পার্থক্য করতে পারাটা জরুরি। তা নাহলে আপনি তেহারি আর কাচ্চি দুইটাকে এক করে ফেলবেন। অথবা তুলনাটা কি পোলাউয়ের সাথে কাচ্চির হচ্ছে নাকি সাদা ভাতের হচ্ছে সেটা ধরতে পারবেন না। সবগুলোকেই কেবল চালের আইটেম বলে বিচার করবেন।
পৃথিবীতে ইউনিভার্সাল জিনিস খুব কম। বরং কন্টেক্সটচুয়াল জিনিসই বেশি। খুব কম জায়গাতেই আপনি জেনারেল একটা মন্তব্য করতে পারবেন। মাইক্রো লেভেলে ডিস্টিংকশন করতে না পারলে আপনি জানবেন না আপনার একটা “জেনারেল কমেন্ট” এর দাঁড়ি কোথায় টানতে হবে।
এ কারণে আপনি দেখবেন একজন পলিটিক্যাল সাইন্স গ্রাজুয়েটের বেকার থাকা আর একজন কম্পিউটার সাইন্স গ্রাজুয়েটের বেকার থাকাকে মানুষ একইভাবে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে আর সমাধানের বয়ান দেয়। কিন্তু একটু খেয়াল করে দুইটা বিষয়কে আলাদাভাবে বুঝার চেষ্টা করে না। কোনটা Cause আর কোনটা Effect সেটা বুঝে না। কিন্তু বয়ান দেওয়ার মাস্টারি অর্জন করে ফেলে।
আমার মনে হয় মানুষের বাইনারি অথবা ব্লাক এন্ড হোয়াইট থিংকিং এর অন্যতম একটা কারণ এটা। যেহেতু সে কোনো বিষয়ে ডিটেলসে ভাবে না, মাইক্রো লেভেলে দুইটা বিষয়কে আলাদা করতে পারে না। তারকাছে সব কিছু একরকম লাগে। ফলে সে সহজেই ব্ল্যাক এন্ড হোয়াইটে সব কিছুকে ক্যাটাগরাইজ করে ফেলতে পারে। গ্রে এরিয়াতে প্লেস করার জন্য তার হাতে আর কিছু থাকে না।