নির্দিষ্ট কোনো বিষয়ে ডিসিশন মেকিং অথবা প্লানিং সংক্রান্ত বিষয়ে এডভাইস নেওয়ার ক্ষেত্রে ডোমেইন অর্থাৎ কাজের এরিয়ার ম্যাচিংটা গুরুত্বপূর্ণ এবং এটা যত মাইক্রো লেভেল পর্যন্ত ম্যাচ করবে, এডভাইস তত বেশি ইফেক্টিভ হবে। কোনো কোনো ক্ষেত্রে এক্সপার্টাইজের চাইতেও এই ম্যাচিং গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ বাই ন্যাচার মানুষের মাঝে কগনেটিভ বায়াস কাজ করে। এসব ক্ষেত্রে এনালজিকাল রিজনিং এর মাধ্যমে।
দশ বছর ধরে একজন লোক, একটা কাজ যেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে করে আসছেন, তার সামনে আপনি ওই ধরণের কোনো কাজ নিয়ে কথা বললে সে কাজটাকে ওই ফ্রেমওয়ার্কে ফেলেই চিন্তা করবে। এটাই স্বাভাবিক। কারণ তার এই ফ্রেমওয়ার্ক তো ভুল না। এই ফ্রেমওয়ার্ক তার জার্নিতে এক্সিলেন্সি এনে দিয়েছে। কিন্তু এই ফ্রেমওয়ার্ক তো ইউনিভার্সালও না। এজন্য এই ফ্রেমওয়ার্ক অথবা এই ফ্রেমওয়ার্কের উপর দাঁড়িয়ে থাকা সাজেশন আপনার জন্য ইফেক্টিভ হবে কি হবে না তা ডিপেন্ড করছে মাইক্রো লেভেলে ডোমেইন ম্যাচিং এর উপর। এই যে কারও সমস্যাকে নিজের পাস্ট এক্সপেরিয়েন্স বা প্র্যাক্টিসের আলোকে চিন্তা করার বিষয়টা, সহজভাবে বললে এটাই কগনেটিভ বায়াস। আরেকটু স্পেসিফিকভাবে বললে, দুইটা বিষয়ের সিমিলারিটিজকে সামনে রেখে কোনো কিছু বুঝা এবং ডিফাইন করা হচ্ছে এনালজিকাল রিজনিং।
গ্রামের বাচ্চাদের জন্য যেই টিচিং মেথড ইফেক্টিভ, শহরের বাচ্চাদের জন্য সেটা ইফেক্টিভ নাও হতে পারে। এখন আপনি যদি গ্রামের প্রাইমারি স্কুলের বাংলার টিচার হয়ে ঢাকার নামি দামি স্কুলের ফিজিক্সের সিনিয়র একজন টিচারের সাথে ইফেক্টিভ টিচিং মেডথ নিয়ে ডিসকাস করেন এটা আপনার জন্য ইফেক্টিভ হওয়ার সম্ভাবনা কম। কারণ তিনি যেই প্রিন্সিপালগুলোর কথা বলবেন, এগুলো সব ইউনিভার্সাল না। এবং আপনার কন্টেক্সটের অনেক ভ্যারিয়েবলের সাথেই সেসব ম্যাচ করবে না।
এখন প্রশ্ন হচ্ছে মাইক্রো লেভেলে ডোমেইন ম্যাচ না করলে কি কারও সাথে আলাপ করা যাবে না? উত্তর হচ্ছে অবশ্যই করা যাবে, এবং সুযোগ থাকলে নিয়মিত আলাপ করা উচিত। একজন এক্সপার্টের সাথে র্যান্ডম যেকোনো ডিস্কাশনে অনেক কিছু জানার সুযোগ থাকে। তার চিন্তার ধরণ, ওয়ে অব জাজমেন্ট আপনার অনেক পার্স্পেক্টিভ ডোর খুলে দিবে।আপনি আপনার মতো করে চিন্তা করার অনেক খোরাক সেখানে পাবেন।
কগনেটিভ বায়াসের এই বিষয়টা দোষ-গুণের কোনো বিষয় বলে মনে হয় না বরং এটাই মানুষের ফিচার। এইটা থেকে বের হয়ে এসে আলাপ করতে পারাটা সম্ভবত অনেক কঠিন। এখন এই ফিচার আপনার উপকার করবে নাকি অপকার করবে এটা নির্ভর করছে কন্টেক্সট ম্যাচিং এর উপর। এজন্য ত্রিশ বছরের এক্সপেরিয়েন্স ওয়ালা এক্সপার্টের চাইতে পাঁচ বছরের এক্সপেরিয়েন্স ওয়ালা ব্যক্তির (যার সাথে আপনার ডোমেইন মাইক্রো লেভেল পর্যন্ত ম্যাচ করে) সাজেশন আপনার জন্য বেশি উপকারী হতে পারে। কারণ একটা ফিল্ডে একজন মানুষের এক্সপার্টাইজ যত গ্রো করে, তার মাঝে এনালজিকাল রিজনিং অথবা কনফার্মেশন বায়াস তত বেশি কাজ করার সম্ভাবনা থাকে।