প্যাশন নিয়ে যত কথা : ফাংশনিং
প্যাশন নিয়ে আলোচনা আসলে একটা বিষয় সামনে আসে। প্যাশন অথবা এই সংক্রান্ত আলাপ কি অভাররেটেড! এই আলোচনা বোঝার জন্যে শুরুতে প্যাশনের ফাংশনিংটা বুঝতে হবে। অর্থাৎ প্যাশন কীভাবে কাজ করে, পাশাপাশি প্যাশন কেন গুরুত্বপূর্ণ সেটাও বুঝতে হবে। প্যাশন কি সবার জন্য খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ না-কি গুরুত্বপূর্ণ না, এ নিয়ে বিতর্ক থাকতে