মেন্টরিং এবং কগনেটিভ বায়াস
নির্দিষ্ট কোনো বিষয়ে ডিসিশন মেকিং অথবা প্লানিং সংক্রান্ত বিষয়ে এডভাইস নেওয়ার ক্ষেত্রে ডোমেইন অর্থাৎ কাজের এরিয়ার ম্যাচিংটা গুরুত্বপূর্ণ এবং এটা যত মাইক্রো লেভেল পর্যন্ত ম্যাচ করবে, এডভাইস তত বেশি ইফেক্টিভ হবে। কোনো কোনো ক্ষেত্রে এক্সপার্টাইজের চাইতেও এই ম্যাচিং গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ বাই ন্যাচার মানুষের মাঝে কগনেটিভ বায়াস কাজ করে।