ভুল বুঝা থেকে বাঁচতে কী করবেন?
যে কোনো ক্ষেত্রেই একটা বিষয় কী, তা কীভাবে কাজ করে, কিসের প্রমিজ করে আর কিসের প্রমিজ করে না এই প্রশ্নগুলোর উত্তর না জানা থাকলে দুইটা সমস্যা হয়। এক. কাউকে ওই বিষয়ে ভুলভাল বুঝিয়ে মিসগাইড করা যায়। দুই. ভুল এক্সপেক্টেশন তৈরি করে ব্যক্তিকে ওই বিষয়ের উপর ক্ষেপিয়ে তোলা যায়। যেই এক্সপেক্টেশন