Untitled-1
Osama Adnan

Osama Adnan

ইসলামিক মাইক্রোফাইন্যান্স: দুইটা কেইস

ওয়ার্ল্ডওয়াইড মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামগুলোর ইন্টারেস্ট রেট কমার্শিয়াল ব্যাংকের ইন্টারেস্ট রেট থেকে অনেক বেশি হয়। গ্রামীনের ইন্টারেস্ট রেট ২০%। ব্র্যাকের সম্ভবত ২৫%। ইন্টারন্যাশনালি কারও কারও এর থেকেও বেশি ইন্টারেস্ট রেট আছে।

হায়ার ইন্টারেস্টের পেছনে অন্যতম যুক্তি হচ্ছে হায়ার রিস্ক আর অপেরেটিং এক্সপেন্স। যদিও কনভেনশনাল মাইক্রোফাইন্যান্সের রিকভারি রেট যে একেবারে মন্দ- এটা বলার সুযোগ নাই।

অন্যদিকে ইসলামিক মাইক্রোফাইন্যান্সের (ইন্টারেস্ট ফ্রি, কার্যে হাসানাহ/মুদারাবা/মুশারাকা ভিত্তিক) কিছু কেস শেয়ার করি। এক্ষেত্রে অনন্য এক দৃষ্টান্ত হচ্ছে পাকিস্তানের আখুউয়াত ফাউন্ডেশন। সাম্প্রতিক রিপোর্টে তাদের রিকভারি রেট ৯৯.৯১% এবং এটা সাধারণত ৯৯.৯০% এর উপরে থাকে। আমাদের দেশে ইসলামি ব্যাংক বাংলাদেশের “রুরাল ডেভেলপমেন্ট স্কিম” এর রিকভারি রেট ৯৮%।

এদের কারও কাজের পরিধিই ছোট না। RDS-IBBL এর সদস্য সংখ্যা ১৫ লাখেরও বেশি। সেপ্টেম্বর মাসের রিপোর্টে আখুউয়াতের একটিভ লোন প্রায় ৬ লাখ।

Share this post

আরও পড়ুন...

ডমপেট দুআফার ওয়াকফ ম্যানেজমেন্ট – ইসলামিক সৌশাল ফাইন্যান্স কেইস স্টাডি ১

আমরা যখন ওয়াকফের কথা ভাবি, তখন হয়তো শত বছর আগে তৈরি কোনো মসজিদ বা মাদ্রাসার ছবি আমাদের চোখে ভেসে ওঠে। কিন্তু ইন্দোনেশিয়ার ইসলামী দাতব্য সংস্থা ডমপেট দুআফা (Dompet Dhuafa) এই ধারনাটিকে আধুনিক রূপ দিয়ে বাস্তবে মানুষের জীবন বদলে দিচ্ছে—আর তাদের কাজগুলো সত্যিই অনুপ্রেরণামূলক। ওয়াকফ কী? সহজভাবে বললে, ওয়াকফ হলো ইসলামী

Read More »

Two Success Cases of Islamic Microfinance

Worldwide, microfinance programs tend to have significantly higher interest rates compared to commercial banks. For instance, Grameen Bank’s interest rate is around 20%, while BRAC’s is most probably 25%. Some international microfinance programs even charge higher rates. One of the primary reasons behind these higher rates is the higher risk

Read More »