যে কোনো ক্ষেত্রেই একটা বিষয় কী, তা কীভাবে কাজ করে, কিসের প্রমিজ করে আর কিসের প্রমিজ করে না এই প্রশ্নগুলোর উত্তর না জানা থাকলে দুইটা সমস্যা হয়।
এক. কাউকে ওই বিষয়ে ভুলভাল বুঝিয়ে মিসগাইড করা যায়।
দুই. ভুল এক্সপেক্টেশন তৈরি করে ব্যক্তিকে ওই বিষয়ের উপর ক্ষেপিয়ে তোলা যায়। যেই এক্সপেক্টেশন ফুল-ফিল করার প্রমিজ ওই বিষয় করে না।
এখন এটা বুঝার জন্য কি সবাইকে সব বিষয়ের পন্ডিত হতে হবে? কখনোই না। এই কয়টা প্রশ্নের উত্তর জানা থাকাই একটা পর্যায় পর্যন্ত যথেষ্ট।
যেমন, বাংলাদেশে মাযহাব নিয়ে যেই তর্ক-বিতর্ক হয়। সেটার দিকেই খেয়াল করুন। কেউ যদি মাযহাব নিয়ে জাস্ট এটুকুটু জানে যে মাযহাব কুরআন ও হাদীসের বাহিরের কিছু না। বরং সাধারণের জন্য কুরআন হাদীস মেনে চলার একটা ফ্রেমওয়ার্ক। তাহলে তাকে কখনও “মাযহাব মানা শিরক/বিদাত” অথবা “তুমি মুসলিম নাকি হানাফি” টাইপের বক্তব্য দিয়ে কনফিউজড করা সহজ হবে?
আবার ধরুন, উচ্চশিক্ষার ব্যাপারে সমাজের মানুষের যেই এক্সপেক্টেশন। বেশি শিক্ষিত হলে বেশি টাকা কামাইতে পারার এক্সপেক্টেশন। উচ্চশিক্ষা তো মানুষকে বড়লোক বানানোর প্রমিজ করে না। এটা প্রমিজ করে ব্যক্তির সৌশালাইজেশনের। নির্দিষ্ট বিষয়ে ব্যক্তির জ্ঞান এবং দক্ষতার। এখন এই উচ্চশিক্ষা কি ব্যর্থ নাকি সফল এটার বিচার সরাসরি এটা দিয়ে হবে না যে শিক্ষিত হয়ে কে কত টাকা কামাই করছে। বরং বিচার হবে সে যেটার প্রমিজ করছে সেটা দিয়ে। আপনি যদি এই বিষয়টা না বুঝেন, তখন আপনার মনে হবে আমি চার বছর বিবিএতে পড়ে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে বেতন পাই ৫০-৬০ হাজার। আর আরেকজন চার বছর ধরে ফ্রিল্যান্সিং করে এখন লাখলাখ টাকা কামায়। আমি শিক্ষিত হয়ে কী লাভ হইলো। আমি মনে করি, কোনো লোক শিক্ষিত হওয়ার পরে যদি এই রকম সরল ইকোয়েশনে বিশ্বাস করে, তার এই বিশ্বাস করাটা উচ্চশিক্ষার ব্যার্থতা।
ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারেও এটা বুঝা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার বন্ধুর সামর্থ্য কতটুকু, দায়িত্ব কতটুকু আর তার কন্টেক্সট না বুঝেন। আপনি তার উপর এমন অনেক এক্সপেক্টেশন রাখবেন, যা পূরণ করা না তার সামর্থ্যের মাঝে, না তার দায়িত্বের মাঝে। স্বাভাবিকভাবেই যখন সে এটা পূরণ করতে পারবে না আপনি তখন তার উপর বিরক্ত হবেন। সম্পর্কের বারোটা বাজবে। এজন্য কিছু লোককে দেখবেন, ব্যক্তিগত সম্পর্কের জায়গাতে সে সবার উপর বিরক্ত। সবার উপর তার অভিযোগ।
তাই যে কোনো বিষয়ে মিসগাইড হওয়া এবং মিস এক্সপেক্টেশন তৈরি হওয়া থেকে বাঁচতে বেসিক লেভেলে অন্তত কী, কেন, কিভাবে টাইপের উত্তরগুলো জানা থাকা প্রয়োজন।