ইংরেজি পারে না, এমএস অফিস পারে না এসব বলে গ্রাজুয়েট বেকারদের যেই শ্রেণিটাকে উপস্থাপন করে উচ্চশিক্ষা অথবা শিক্ষাব্যবস্থাকে বকা দেওয়া হয়। এই শ্রেণিটাকেই যদি বিশ্ববিদ্যালয়ে না পাঠিয়ে কারিগরি শিক্ষার ট্রেনিং সেন্টার অথবা ফ্রিল্যান্সিং শিখতে পাঠানো হইতো, আপনার কী মনে হয় রেজাল্ট কি খুব একটা ব্যাতিক্রম হইতো ??
গ্র্যাজুয়েট বেকারদের বেকারত্বের জন্য সোসাইটিতে প্রচলিত নানান প্রকার ফলস মটিভেশন দায়ী। শিক্ষাব্যবস্থা দায়ী এবং অধিকাংশের ক্ষেত্রেই সে নিজেও দায়ী। অধিকাংশকেই প্রশ্ন করলে দেখবেন সিজিপিএর অবস্থা খুব ভালো না। মানে সে এই জার্নিটাকে সিরিয়াসভাবে নেয় নাই। আবার এটাকে সিরিয়াস ভাবে না নিয়ে অন্য কিছুও যে সিরিয়াসভাবে করসে এমনও না। অর্থাৎ মেইনলি তার মাঝে সিরিয়াসনেসের অভাব আছে। যেই সিরিয়াসনেের অভাব শুধু ডিগ্রি নিয়ে না, ক্যারিয়ার নিয়েও।
যদিও বাংলাদেশের অধিকাংশ ডিগ্রির ক্ষেত্রেই ওই ডিগ্রি সংক্রান্ত সরাসরি কোনো চাকরি না থাকা, যেসবে আছে সেসবের ক্ষেত্রেও কেবল “ভালো সিজিপিএ” এনাফ না হওয়া, এইসব নিয়েও লম্বা কথা হতে পারে…