Untitled-1
Osama Adnan

Osama Adnan

দেশে নানান সমস্যা- সমাধান কি বিদেশ?

কেউ যদি মনে করে দেশে নানান সমস্যা। এসব পাল্টানোর মতো হ্যাডম তার নাই। সো, সে বিদেশ চলে যাবে। সিম্পল একটা লাইফ লিড করবে। এটা তার ব্যক্তিগত চিন্তা এবং পরিকল্পনা সে এভাবে ভাবতেই পারে। তবে তার এটা মাথায় রাখা উচিত যে তার হ্যাডম নাই অথবা সে এটেম্প নেয় নাই। অতএব এখানে কোনো গর্ব বা বীরত্ব নাই।

তবে বাঙালির ক্ষেত্রে এটা পুরো উল্টো। সে বিদেশ যেয়ে গর্বিত হবে, সবাইকে সেখানে যাওয়ার বয়ান দিয়ে বেড়াবে এবং নিজেকে সফল হিসেবে প্রেজেন্ট করবে।

আমি পার্সোনালি মনে করি, শুধু নিজেকে নিয়ে বাঁচার নাম মানুষের জীবন না। এমন জীবন কুত্তা-বিলাইরও হয়। কয়েক বেলা খাওন আর রিল্যাক্স একটা লাইফ। বরং ওদেরও অনেক চ্যালেঞ্জ থাকে। মানুষ হয়ে জন্মানোর স্বার্থকতা কই!

আল্লাহ যেই সৃষ্টিকে দুনিয়াজুড়ে রাজত্ব দিয়েছে। সেই সৃষ্টি চায়, তার একদিন জন্ম হবে। আরেকদিন মরে যাবে। মাঝের লাইফে কোনো চ্যালেঞ্জ থাকবে না। তার পাওয়ারফুল ব্রেইনের অন্যতম ইউটিলাইজেশন হবে মানুষকে দেশ ছাড়ার বয়ান দেওয়া।

** কেউ যদি মনে করে, তার মেধা দেশে বিকশিত হওয়ার সুযোগ নাই, তার হিসেব ভিন্ন। কিন্তু যারা বিদেশ যেয়ে পালিয়ে বেঁচে গর্ববোধ করে এবং সবাইকে একই কাজের বয়ান দিয়ে বেড়ানোর যেই ব্যাপারটা…

Share this post

আরও পড়ুন...

Scroll to Top