টাকা কামানোকে অবজেক্টিভ বানানোয় কিছু সমস্যা আছে। শুধুমাত্র টাকা কামানোর চিন্তা ফোকাস নষ্ট করে, অনেক বেশি বস্তুবাদী করে তোলে। এটা প্রকট হয়ে গেলে দেখা যায়, সাধারণ দায়িত্ব ও আচরণের অনেক ক্ষেত্রেও লাভ-লসের চিন্তা নিয়ে আসে। ফোকাস চেঞ্জ করার একটা উদাহরণ দিই :
অনেকেই ফ্রিল্যান্সার হতে চান। তার ধারণা ফ্রিল্যাসিং হচ্ছে শর্টকাটে বড়লোক হওয়ার উপায়। তাদের মাঝে কোনো একটা স্কিল ডেভেলপ করে দ্রুত আর্নিংয়ের একটা তাড়া থাকে। তারা যখন জানেন প্রোগ্রামিং করে মাসে “লাখ লাখ টাকা” আয় করা সম্ভব, কিছু দিন প্রোগ্রামারদের পেছনে ঘোরেন। কিছু নাড়াচাড়া দিয়ে যখন দেখেন ব্যাপারটা একটু কঠিন, বছরখানেক সময় না দিলে হবে না। কিন্তু অন্যদিকে অমুক গ্রাফিক্স ডিজাইন করে অনেক টাকা কামাচ্ছে। আর ডিজাইন ব্যাপারটা এত কঠিন না। মাউসটা কয়েকবার ঘোরালেই তো ডিজাইন হয়ে যায়। ফটোশপ-ইলাস্ট্রেটর টুকটাক অপারেটিং করতে পারার পর লালের ওপরে হলুদ দিয়ে নিচে হাল্কা করে নীল শ্যাডর ডিজাইন মেন্টরকে দেখানোর পর মেন্টর যখন বলে, আরও চর্চা করতে হবে, ভাইটি তখন হতাশ হয়ে ভাবেন, ধুর এর থেকে এক মাসের জন্যে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সে ভর্তি হই! এরপর শুধু টাকা আর টাকা। দিন শেষে কোনো এক অজানা কারণে তিনি ডিজিটাল মার্কেটারও হতে পারেন না। মাঝে দিয়ে এক বছর সময় শেষ। অথচ পুরো সময়টা কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের জন্যে ফোকাস করলে তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারতেন।
গল্প বলার স্বার্থে বিষয়টাকে একটু রসিয়ে বলা। বাকি এই গল্পটা আমাদের চারপাশে কমন। আপনিও লক্ষ করলে এমন অনেককেই পাবেন, যারা এভাবে ছোটাছুটি করে শেষ পর্যন্ত অর্জনের খালি ঝুড়ি নিয়ে ঘুরছে। আরেকটা কন্টেক্সট বলি :
ক্যারিয়ারের আর্লি স্টেজে বা ফার্স্ট জবের ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখা গুরুত্বপূর্ণ। জবের লার্নিং এনভায়রমেন্ট, মেন্টর বা টিম লিডার কেমন, জব পজিশনের গ্রোথ কেমন, এই ট্র্যাকের হায়েস্ট লেভেল কী ইত্যাদি। কিন্তু বড় একটা অংশই শুধুমাত্র বেতন দেখে জব চুজ করে। দুইটা জবের মাঝে কম্পেয়ার করে শুধুমাত্র স্যালারির এমাউন্ট দিয়ে। ফলাফল হিসেবে দাঁড়ায় কয়েক বছর পর জবের গ্রোথ হচ্ছে না। একই সাথে জয়েন করা এইচআর বা ব্রান্ড ম্যানেজমেন্ট টিমের মানুষজন তরতর করে প্রমোশন পেয়ে ওপরে চলে যাচ্ছে আর সে একটা লেভেলে আটকে গিয়েছে।
শুধু টাকা কামানো-কেন্দ্রিক চিন্তা আপনার ভিউকে ন্যারো করে দেবে। আপনি শুধু ভিজিবল বেনিফিট খুঁজে বেড়াবেন। ইনভিজিবল বেনিফিটের অনেক কিছুই আপনার সামনে আসবে না। এভাবে দিকের সংখ্যা আরও অনেক। মৌলিক একটা বিষয় হচ্ছে, শুধু টাকা কামানোকে লক্ষ্য বানানোটা অধিকাংশ ক্ষেত্রেই টাকা কামানোর জন্যেই ক্ষতিকর। এই চিন্তা আপনাকে সবকিছুর সাথে টাকাকে মিলিয়ে বিচার করাবে, ফোকাস নষ্ট করবে, ভালো ভালো অপরচুনিটি মিস করাবে। আপনার মাঝে ম্যাটারিয়েলিস্টিক মাইন্ডসেট গ্রো করাবে।