সমাজের অধিকাংশ মানুষ, যারা ব্যবসার ব্যাপারে ফ্যাসিনেশন রাখে। এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন কেন সে ব্যবসাকেই পছন্দ করছে। অধিকাংশেরই উত্তর খুব কমন। “চাকরি ভাল্লাগে না”। কেন ভাল্লাগে না ? “স্বাধীনতা নাই। দিন রাত খাটনি। তেলবাজি। কর্পোরেট কমপ্লেক্সিটি।”
দেখুন সে কিন্তু ব্যবসা কে প্রাইমারিলি প্রেফার করছে না। সে প্রেফার করছে এজন্যে যে চাকরি তার ভাল্লাগে না। তাইলে চাকরি ছাড়া আর কী করা যাইতে পারে “টাকা কামানোর জন্যে” ! অপশন হিসেবে তার মাথায় একমাত্র ব্যবসার কথাই আসে। কারও কারও কাছে ব্যবসা মানে হচ্ছে “চিল আর চিল”। ৯-৫টার কোনো ধরা বাধা নিয়ম নাই। অথচ ব্যবসার প্যারা যে চাকরির প্যারার চাইতে কয়েকগুন বেশি এটা নিয়ে তার কোনো ভাবনাই নাই।
নিজের কিছু শুরুর জন্যে প্রয়োজন পারফেক্ট মাইন্ডসেট। যেই মাইন্ডসেট হুজুগ হতে বাঁচাবে। “অমুক এভাবে ম্যালা টাকা কামাইতেসে, আমিও এভাবে কামাবো” এজাতীয় চিন্তার বাহিরে চিন্তা করতে শেখাবে। অন্ট্রাপ্রেনিউয়ার হতে চাইলে বলে অন্ট্রাপ্রেনিউরিয়াল মাইন্ডসেট। যে মাইন্ডসেট আপনাকে চাকরির বিকল্প হিসেবে ব্যবসা চেনাবে না। ভেতর থেকে একটা চিন্তা লালন করা শেখাবে। যা আপনার লক্ষ্যকে শুধুমাত্র টাকা কামানোর মাঝেই সীমাবদ্ধ রাখবে না, বরং কোনো একটা সমস্যার সমাধানের জন্যে কাজ করা শেখাবে। শুরুর দিকে প্রফিট না আসলে বা কম আসলেও ধৈর্য ধারণ করাবে….