Untitled-1
Osama Adnan

Osama Adnan

মার্কেটিং : একটা মিসকনসেপশন

“মার্কেটিং” নিয়ে মোটাদাগে আমাদের কয়েকটা মিসকনসেপশন কাজ করে। এরমাঝে একটা হচ্ছে আমরা মনেকরি এডভার্টাইজমেন্টের ইনিশিয়াল অবেজক্টিভ শুধুমাত্র সেল বাড়ানো, প্রমোশনাল কোনো অফারের কিংবা নতুন কিছুর ব্যাপারে কাস্টমারকে জানানো। সাধারণত এধরণের অব্জেক্টিভগুলো হয় কোনো ব্রান্ড বা প্রোডাক্ট যখন ইনিশিয়াল স্টেজে থাকে তখন। কিন্তু এর বাহিরেও অনেক গুরুত্বপূর্ণ অব্জেক্টিভ থাকে…

বিশেষ করে স্ট্যাবলিশড ব্রান্ড / প্রোডাক্টগুলো এধরণের অব্জেটিভের পাশাপাশি ব্রান্ড এওয়ারনেস এবং ব্রান্ড পজিশনিং এর জন্যেও এডভার্টাইজিং করে। যেগুলোতে আপনি সরাসরি কোনো অফার বা নতুন কিছুর সাথে ইন্ট্রোডাকশন খুঁজে পাবেন না। এটাকে ভেঙ্গে বললে সোজা বাংলায় যা দাঁড়ায় তা হচ্ছে এজাতীয় এডভার্টাইজমেন্টে মূল লক্ষ্য হলো কাস্টমারের মাইন্ডে একটা জায়গা ধরে রাখা। মার্কেটে নিজের অস্তিত্বকে জানান দেওয়া। এখানে আরেকটা বিষয় থাকে। যেমন অনেকেই মনে করেন সৌশাল মিডিয়ার মাধ্যমে তো অল্প খরচে অনেক মানুষকে রিচ করা যায়। এরপরেও কেন বাড়তি খরচ দিয়ে ব্রান্ডগুলো অন্যান্য মাধ্যমে এডভার্টাইজিং করে। এটার কারণও একই। আপনার চারপাশে ব্রান্ডকে রাখা। যাতে আপনার মাইন্ডে তাদের একটা স্থান থাকে…

Share this post

আরও পড়ুন...

Scroll to Top