Untitled-1
Osama Adnan

Osama Adnan

পড়াশোনা এবং টাকা কামাই

কয়েকবছর আগে নিউমার্কেট এলাকার কোনো এক হোটেলের বাবুর্চির কথা জেনেছিলাম। যার বেতন ছিল ৩৫ হাজার টাকা। নিঃসন্দেহে এই এমাউন্ট অনেক গ্র্যাজুয়েটের উপার্জনের চাইতে বেশি। কিন্তু এই সমাজ কি রান্নার বাহিরে সমাজের কোনো গুরুত্বপূর্ণ কাজে তার থেকে পরামর্শ নিবে ? অথবা অধিকাংশ ক্ষেত্রেই কি প্রোপার সাজেশন দেওয়ার ক্যাপাবিলিটি তার মাঝে থাকবে ?

বরং সমাজ এই জায়াগতে “শিক্ষিত” একজন থেকেই সাজেশন নেওয়াকে প্রেফার করবে এবং বাবুর্চিকে “অশিক্ষিত” হিসেবে কন্সিডার করবে। কিন্তু এই সমাজের মানুষই আবার চায়ের দোকানে বইসা বলবে অমুক বাবুর্চি এতো টাকা কামায়, অথচ কামাল সাহেবের ছেলে এতো পইড়া কী করছে…?

তার কাছে আসলে শিক্ষার একমাত্র বেনিফিট হচ্ছে, টাকা কামাই করা। সে মনে করে যেহেতু অমুক শিক্ষিত হইসে, সো সে সমাজের অন্য যে কারও থেকে বেশি টাকা কামাই করতে পারবে।

এ এক অদ্ভুত প্যারাডক্স। রেস্টুরেন্টে যেয়ে অর্ডার দিবে সেট মেন্যু। খাইতে চাইবে গামলা ভরা ভাত। আবার যে গামলা ভরা ভাত খাবে তাকে সে গালি দিবে…

Share this post

আরও পড়ুন...

ওয়াকফ: মুসলিম সিভিলাইজেশনের মেরুদণ্ড এবং বাংলাদেশে এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ

কয়েকদিন আগে এক সেমিনারে প্রফ জাসের আউদা ওয়াকফ নিয়ে আলোচনা করেছিলেন। তিনি মনে করেন ওয়াকফ ইসলামি অর্থনীতির অন্যতম প্রিন্সিপাল। ওয়াকফকে শুধুমাত্র ফিলান্থ্রপির জায়গা ব্যাখ্যা না করে তিনি বরং এটাকে মুসলিম সিভিলাইজেশনের মেরুদণ্ড হিসেবে দেখেন। আজহারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্কলারদের স্বাধীনভাবে মতামত দেওয়ার ব্যাপারেও ওয়াকফ কতটা গুরুত্বপূর্ণ সেটাও তুলে ধরেন।.মুসলিম

Read More »

দুনিয়া চলার নীতি

জগৎ-দুনিয়া, সমাজ-রাজনীতি এসবের কিছু ইউনিভার্সাল ল আছে। শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা একাডেমিক বই এগুলো শেখাতে পারে না। ফলে প্রাতিষ্ঠানিক ভাবে কোয়ালিফাইড এমন অনেকেরও এই ইন্টিলিজেন্সে ঘাটতি থাকে। দুইটা ফ্যাক্ট থেকে তৈরি হওয়া পার্সেপশনকে তৃতীয় আরেকটা ফ্যাক্ট বানিয়ে ব্যাখ্যা করে। কারও যখন এই ইন্টিলিজেন্স ছাড়াই ফ্যান বেইজ তৈরি হয়। তখন সে নিজেও অল্পতে

Read More »

দেশে নানান সমস্যা- সমাধান কি বিদেশ?

কেউ যদি মনে করে দেশে নানান সমস্যা। এসব পাল্টানোর মতো হ্যাডম তার নাই। সো, সে বিদেশ চলে যাবে। সিম্পল একটা লাইফ লিড করবে। এটা তার ব্যক্তিগত চিন্তা এবং পরিকল্পনা সে এভাবে ভাবতেই পারে। তবে তার এটা মাথায় রাখা উচিত যে তার হ্যাডম নাই অথবা সে এটেম্প নেয় নাই। অতএব এখানে

Read More »
Scroll to Top