বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষাব্যবস্থার উপর জনপ্রিয় একটা সমালোচনা হলো এই শিক্ষাব্যবস্থা মানুষকে চাকর বানায়। অন্যের গোলাম হয়ে থাকতে শেখায়…
আপনাকে একটা কাজ করতে বলি। পাশের বাসার পরিবারের দায়িত্বশীল কাউকে জিজ্ঞাসা করুন, সে তার সন্তানকে কী বানাতে চায় বড় করে। ঢাকার যে কোনো স্কুলের অভিভাবকদের ওয়েটিং রুমে যেয়ে একটা র্যান্ডম স্যাম্পলিং করুন। দেখেন তারা কী উত্তর দেয়। এসবের সুযোগ না হলে নিজের বাবা-চাচা বা মা-খালা কে জিজ্ঞাসা করুন, তারা তাদের বাচ্চাদের কী বানাতে চাইতেন বা চান।
ব্যক্তি কী হবে না হবে এটা বিশ্ববিদ্যালয় কখনোই ঠিক করে দেয় না। এটা ঠিক করে ব্যক্তি নিজে, তার পরিবার এবং সমাজ। বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ তার জার্নিকে এক্সেলারেট করে, ইফেক্টিভ করে। এরপরেও যদি আপনার মনে হয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেম মানুষকে চাকর হওয়ার জন্য উদ্ভুদ্ধ করে, সেটাও হচ্ছে সমাজের হলিস্টিক প্র্যাক্টিসের এফেক্ট।
বিশ্ববিদ্যালয়ের প্রতি বাঙ্গালীর এক্সপেক্টেশনটা দেখেন। সে হতে চাবে চাকর, তার পরিবার তাকে বানাতে চাবে চাকর, কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাপের ঠ্যাকা পরবে এন্ড বিশ্ববিদ্যালয় তাকে ঘাড় ধরে ব্যবসায়ী বানিয়েই ছাড়বে।