বাঙ্গালীর টানাপোড়ন
ইউনিভার্সিটি লেভেলে যখন কারও রেজাল্ট ব্যাচের হায়েস্ট থাকে , আরেকটা স্টুডেন্টের কাছে লোকে তাকেই আদর্শ হিসেবে প্রেজেন্ট করে। আর সেই সময়ে যে একটা ব্যালেন্সড রেজাল্টের সাথে এক্সট্রা আর কো-কারিকুলার এক্টিভিটিস করে তার প্রতি অনেকের মায়া হয়। “হায়!!! ছেলেটা যদি এসব বাদ দিয়ে পড়াশোনাতেই আরেকটু ফোকাস করতো, ডিপার্টমেন্টে ফার্স্ট হইতে পারতো….”