মাইক্রো লেভেলে বিশ্লেষণের গুরুত্ব: বাইনারি থিংকিং এর লিমিটেশন
যে কোনো পরিস্থিতি, সমস্যা অথবা বিষয় বুঝতে হলে সেটার প্রতিটা কম্পোনেন্টকে মাইক্রো লেভেলে বুঝা এবং পার্থক্য করতে পারাটা জরুরি। তা নাহলে আপনি তেহারি আর কাচ্চি দুইটাকে এক করে ফেলবেন। অথবা তুলনাটা কি পোলাউয়ের সাথে কাচ্চির হচ্ছে নাকি সাদা ভাতের হচ্ছে সেটা ধরতে পারবেন না। সবগুলোকেই কেবল চালের আইটেম বলে বিচার